‘প্রক্সি’ দিতে গিয়ে ঢাবি ও জবির ২ শিক্ষার্থী আটক

শুল্ক গোয়েন্দা নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী সেজে প্রক্সি দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, ঢাবি এমবিএ’র শিক্ষার্থী শাহজালাল ও জবির পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী উত্তম কুমার রায়।

প্রক্সি দিতে এসে আটক দুই শিক্ষার্থীশুক্রবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। পরে তাদের রমনা থানায় সোপর্দ করেন শুল্ক কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সিপাই ও অন্যান্য পদে ২০ জনকে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে শুল্ক গোয়েন্দার কর্মকর্তা ও পরীক্ষকরা দুইজন পরীক্ষার্থীকে সন্দেহের বশে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে তাদের প্রবেশপত্রে সংযুক্ত ছবির সঙ্গে বাস্তবের চেহারার মিল না পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।’

তিনি আরও জানান, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় জানা গেছে। আটকদের মধ্যে শাহজালাল কুড়িগ্রামের বাসিন্দা আইন উদ্দিনের ও উত্তম কুমার ঠাকুরগাঁওয়ের আবু সালেহ মো. রায়হানের স্থলে পরীক্ষা দিতে আসেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়ের চাপে ও উত্তম কুমার আট হাজার টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন।

/আরজে/এমও/