ফ্লাইওভার থেকে বাসস্টেশন অপসারণের রিট খারিজ

 

আদালতরাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে বাসস্টেশন ও ফ্লাইওভারে ওঠার সিঁড়ি অপসারণের জন্য নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আইনজীবী সাইফুল ইসলাম উজ্জল। স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ মোট ১২ জনকে রিটে বিবাদী করা হয়।

রিটকারী আইনজীবী সাইফুল ইসলাম জানান, ‘যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওঠার জন্য ৬ থেকে ৭টি সিঁড়ি ও বাসস্টেশন আছে। এসব স্টেশনে বাস ও লেগুনা থামিয়ে যাত্রী ওঠানামার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। গত কয়েকমাসে ফ্লাইওভারের ওপরে ১০ জনের বেশি লোক মারা গেছেন। এছাড়া বাসস্টেশন থাকার কারণে প্রায়ই যানজট থাকে।’ তিনি জানান, ‘বাসস্টেশন বন্ধ ও সিঁড়ি অপসারণ চেয়ে গত ১৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল।’

/এমটি/ইউআই/এমএনএইচ/