লাশবাহী গাড়িও যেতে দিচ্ছেন না শ্রমিকরা

গাবতলীতে শ্রমিকদের বাধার মুখে লাশবাহী মিনি ট্রাকরাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের পর এখন গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা দিয়ে কোনও যানবাহন প্রবেশ করতে দিচ্ছেন না শ্রমিকরা। এমনকি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িও যেতে দিচ্ছেন না তারা। এসব গাড়িকে মাজার রোডের ডাইভার্সন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, রাত ১টা ২৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একটি লাশবাহী মিনি ট্রাক হাজির হয় টেকনিক্যাল মোড়ে। গাড়িটি গাবতলীর রাস্তায় রওনা হলেও শ্রমিকরা গাড়িটিকে সোজা রাস্তায় ঢাকা থেকে বের হতে দেয়নি। মাজার রোডের সামনে অবস্থানরত শ্রমিকরা গাড়িটিকে মাজার রোডের ডাইভার্সন রোডটি ব্যবহারে বাধ্য করে।

শ্রমিকদের হামলার শিকার অ্যাম্বুলেন্সএছাড়া, বেশকিছু অ্যাম্বুলেন্সকেও শ্রমিকরা গাবতলীর রাস্তাটি ব্যবহার করতে দিচ্ছে না। শ্রমিকদের বাধার মুখে ঢাকায় প্রবেশের জন্য গাবতলী আসা অ্যাম্বুলেন্সগুলোকে ফিরে যেতে হচ্ছে। আর ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেসব অ্যাম্বুলেন্স আসছে মাজার রোড পর্যন্ত, সেগুলোতে মাজার রোডের ডাইভার্সন রোড দিয়ে বেরিয়ে যেতে দেওয়া হচ্ছে। কয়েকটি অ্যাম্বুলেন্সের কাঁচও ভাঙা দেখা গেছে।

উল্লেখ্য, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় পরিচালক তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জামির হোসেন নামের এক পরিবহন শ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া সাভারের এক দুর্ঘটনার মামলায় মীর হোসেন মীরু নামে আরেক চালককে ফাঁসির আদেশ দিয়েছেন সিএমএম আদালত। এ কারণে সংক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকরা তাদের গাড়ি চালানো বন্ধ রেখেছেন।

আরও পড়ুন: গাবতলীতে পুলিশ বক্সে পরিবহন শ্রমিকদের আগুন, গোলাগুলি

/সিএ/এআরআর/টিআর/এমএনএইচ/