দুই জঙ্গির লাশ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত দুই জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য সোমবার দুপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। গত ২৪ মার্চ সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে ও ১৫ আগস্ট পান্থপথে এই দুই জঙ্গি আত্মঘাতী হয়েছিল।

আঞ্জুমান মুফিদুল ইসলাম (ফাইল ছবি)ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদের উপস্থিতিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে থাকা লাশ দু’টি হস্তান্তর করা হয়। এরপর আঞ্জুমান জুরাইন কবরস্থানে দাফনের জন্য লাশ নিয়ে যায়।

আঞ্জুমান মুফিদুল ইসলামের সূত্র জানায়, অজ্ঞাতনামা (২২) ও সাইফুল (২১) নামের দুই জঙ্গির লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ বিমানবন্দর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ও গত ১৫ আগস্ট পান্থপথের হোটেল ওলিওতে বোমা বিস্ফোরণে নিহত হয় ২ জঙ্গি। এরপর থেকে লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রাখা ছিলো।