ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ৯ কেজি ৩০০ গ্রামের ওপরে বলে জানান তিনি। স্বর্ণ চোরাচালানকারীদের একটি দল এই বারগুলো এনেছিল বলে পুলিশ ধারণা করছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।