মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

 

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবিরাজধানীর মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন। তারা হলেন, গোলাম কিবরিয়া (৪২), রাসেল আহমেদ (২৫) ও ওমর আলী (৩৫)। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। শাহআলী,  দারুসসালাম  ও  মিরপুর মডেল থানা পুলিশের  তিন উপ পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দারুসসালাম থানার উপ পরিদর্শক  (এসআই) আহাদুজ্জামান সুইট জানান, ‘কল্যাণপুরে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় মেঘনা পেট্রলিয়াম এর তেলবাহী  ট্রাকচাপায় গোলাম কিবরিয়া (৪২) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করা হয়। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, ‘গোলাম কিবরিয়া  কুষ্টিয়ার সদর উপজেলার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে। পরিবার নিয়ে তিনি দারুস সালাম টোলারবাগে থাকতেন।’ 

এদিকে মিরপুর ১০ নম্বর সেকশনের ফায়ার সার্ভিসের ১নং গেইটের  সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. রাসেল আহমেদ (২৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

রাসেল ঝালকাঠি জেলার  রাজাপুর উপজেলার আরোয়া গ্রামের শাহেব আলীর ছেলে। পরিবারের সঙ্গে তিনি মধ্য পাইকপাড়ায় ৯০/১ নম্বর বাসায় থাকতেন।

এই প্রসঙ্গে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, ‘শুক্রবার ভোরের দিকে ফায়ার সার্ভিস স্টেশনের ১ নম্বর গেটের সামনে গাড়ির ধাক্কা লেগে পড়ে ছিল রাসেলের লাশ। খবর পেয়ে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।’

স্বজনদের বরাত দিয়ে এই কর্মকর্তা আরও জানান, ‘পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন রাসেল। একেক সময়ে একেক গাড়িতে চালকের সহযোগী হিসেবে কাজ করতেন।’

এছাড়া মিরপুরের হজরত শাহআলী মাজার ৩নং গেটের সামনের বালুরমাট থেকে বৃহস্পতিবার ওমর আলী (৩৫) নামে  এক টেম্পু চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য শুক্রবার ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহআলী থানার উপ পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ জানান, ‘ওমর আলী শাহআলী মাজার এলাকায় থেকে টেম্পু চালাতো। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এদিকে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিহতের বাম পায়ের হাঁটুর নিচে  জখম, বুকে, ডান হাতের কব্জিতে কালো দাগ রয়েছে। মাথার পেছনে বামপাশে কালো দাগ রয়েছে। তার কোনও লোকজন পাওয়া যায়নি।’