নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা ‘মামু’সহ তিন জন রিমান্ডে

নব্য জেএমবির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিকসহ তিন জনের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত। রিমান্ডে নেওয়া অপর দুই আসামি হলো আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ও জিয়াদুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আদেশ দেন আদালত।

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির করা হয় নব্য জেএমবি’র সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ ওরফে মামুমামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ পুলিশ পরিদর্শক মাহফুজুল হক চৌধুরী আসামিদের দশদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রাজধানীর তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বানু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামিদের সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

এর আগে, বুধবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নব্য জেএমবির অন্যতম এক প্রতিষ্ঠাতা আবদুস সামাদ ওরফে মামু ওরফে অরিফ, আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ও জিয়াদুল ইসলামকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।