জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবসহ চার জনের বিরুদ্ধে আইনি নোটিশ



আইন-আদালতপরিবহন পুলে দৈনিক মজুরিতে কর্মরত ড্রাইভারদের কর্মস্থলে বহাল রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ পালন না করায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানসহ চার জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছাড়াও নোটিশটি পাঠানো হয় পরিবহন পুলের কমিশনার মুন্সী সাহাবুদ্দিন আহমেদ, পরিবহন পুলের সড়ক বিভাগের পরিচালক মুন্সী জয়নুল আবেদীন ও কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনকে। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ড্রাইভার সোহেল রানার পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
নোটিশের বিষয়ে আবদুস সাত্তার পালোয়ান বলেন, ‘এর আগে গত বছরের ১০ অক্টোবর এক রিটের শুনানি নিয়ে হাইকোর্ট দেশের বিভিন্ন উপজেলা অফিসে মাস্টার রোলে (অস্থায়ী ভিত্তিতে) দৈনিক মজুরিতে কর্মরত ড্রাইভার পদে নিয়োগ পাওয়া ২৪ চালকের চাকরি স্থায়ী করার জন্য রুল জারি করেন।’তিনি আরও বলেন, ‘চার সপ্তাহের মধ্যে ওই মামলার বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা আদালতে জবাব দেননি।’
এদিকে ড্রাইভারদের কোনও কাজ করার সুযোগ না দিয়ে উল্টা তাদের ওপর রিট প্রত্যাহারে চাপ প্রয়োগ করা হচ্ছে। পরে এ বিষয়টিও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে অবহিত করলে ২৪ জনের চাকরিতে স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) বহাল রাখার নির্দেশ দেন আদালত। কিন্তু হাইকোর্টের সেই আদেশে সাড়া না দিয়ে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মাস্টার রোলে চাকরিরতদের (দৈনিক মজুরিতে কর্মরত ড্রাইভার) বাদ দিয়ে ও তাদের বেতন ভাতা বন্ধ রেখে অন্য ডাইভার দিয়ে গাড়ি চালানোর কাজ চালিয়ে নিচ্ছেন।
এছাড়া, দেশের বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আজ আবদুস সাত্তার পালোয়ান আদালত অবমানার নোটিশ পাঠান তিনি। তিনি জানান, ‘আগামী সাত দিনের মধ্যে ড্রাইভারদের চাকরিতে বহাল না করার আদেশ বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমানার মামলা করা হবে।’