ছিনতাইকারীর গাড়িচাপায় নারীর মৃত্যু: আরও একজন গ্রেফতার

ধানমন্ডিতে ছিনতাইকারীর গাড়িচাপায় হেলেনা বেগমের (৩৫) মৃত্যুর ঘটনায় আরও একজন গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে মিরপুরের শেওড়াপাড়া থেকে জাকির হোসেন (৩৫) নামে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারীধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছিনতাইকারীর গাড়িচাপায় নারীর মৃত্যুর ঘটনায় শনিবার বিকালে জাকির নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। যে গাড়িতে করে ছিনতাই করা হচ্ছিল সেই গাড়ির চালক ছিল সে। এ ঘটনায় আরও দু’জন পলাতক রয়েছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি আশুলিয়া থেকে আবদুল্লাহ (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার হয়। ওই সময়ই ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডি-৭ এ ছিনতাইকারীর হ্যাঁচকা টানে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হন হেলেনা বেগম (৩৫)। পুলিশ জানায়, ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা খান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।