নাশকতার মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না শিমুল বিশ্বাসের

বাড্ডা থানার নাশকতার এক মামলায় খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে জামিন দিয়েছেন ঢাকার ৫নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ড. মোহাম্মদ ইমান আলী শেখ। রবিবার (১৮ মার্চ) বিচারিক আদালত শিমুল বিশ্বাসকে এই জামিন দেন। তবে এ মামলায় জামিন পেলেও কারাগারেই থাকতে হচ্ছে বিএনপিনেতাকে।

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসশিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘বর্তমানে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় ৯৮টি মামলা রয়েছে। তার মধ্যে ৭০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়েছে। বর্তমানে সাতটি মামলায় জামিনে আছে। যেহেতু এখনও ৬১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে সেহেতু ওই মামলার জামিন হলে তিনি কারাগারে থেকে মুক্তি পাবেন।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে শাহাবাগ ও রমনা ও পল্টন থানার ৩ মামলায় ১৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।