জুয়াখেলায় বাধা: নাসিম হত্যার তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল

আদালতরাজধানী বাড্ডা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালত। সোমবার (১৯ মার্চ) এই হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু কোনও প্রতিবেদন আদালতে দাখিল না হওয়ায় আদালত নতুন দিন ধার্য করেন।

আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু হানিফ (পুলিশের উপপরিদর্শশক) এ তথ্য জানান।

মামলার এজাহার থেকে জানা যায়, নাসিম ক্যারাম খেলতে গিয়ে দেখেন বিপিএল ম্যাচকে কেন্দ্র করে জুয়া চলছিল। এতে বাধা দেন নাসিম। বাধা দেওয়ার ফলে এক পর্যায়ে ঘটনা হাতাহাতি পর্যন্ত গড়ায়।  

এই ঘটনার জের ধরেই গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে তিনটি স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান। ঘটনার দিন রাতেই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন।