এইচএসসি পাস, পদবি ‘মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ’

ভুয়া ডাক্তারের ব্যবস্থাপত্রপাস করেছেন মাত্র উচ্চমাধ্যমিক। অথচ তিনিই হয়ে গেছেন বিশেষজ্ঞ ডাক্তার! রাজধানীর রামপুরায় রয়েছে তার নিজস্ব চেম্বারও। ভুয়া এই ডাক্তারের নাম ওয়ালী-উর রেজা। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গোপনে সংবাদ পেয়ে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে ওই ‘বিশেষজ্ঞ’ তার মিথ্যা পরিচয় স্বীকার করে। তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

রবিবার রাতে রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকার যশোর মেডিসিন কর্নারে থাকা ভুয়া মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালী-উর রেজাকে এই দণ্ড দেওয়া হয়।

আটক ভুয়া চিকিৎসকঅভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, তাকে চ্যালেঞ্জ করলে সে তার পরিচয়ের বিপরীতে কোনও কাগজপত্র দেখাতে পারেননি। কেবল উচ্চমাধ্যমিক পাস করে তিনি নিজেকে শিশুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ দাবি করেন। পরবর্তীতে সে সবকিছু স্বীকার করে। তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এই ব্যক্তি এইচএসসি পাস করেই এফসিপিএস ও এমডি ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক বনে গিয়েছিল। মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করছিল সে।’