মডেল ও অভিনেতা কাজী আসিফ কারাগারে

কাজী আসিফ (ইন্টারনেট থেকে সংগৃহীত)স্ত্রী শামীমা আক্তারকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেতা কাজী আসিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ বিচারক শফিউল আজম আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের কৌঁসুলি আলী আকবর এ তথ্য জানান।

তিনি আরও বলেন, আসামি কাজী আসিফকে আজ গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক আগামী ২৫ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ধার্য করে কাজী আসিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ: মামলার অভিযোগে বলা হয়েছে, কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির সঙ্গে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। ওই অভিনেতা বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। এরপর তার সঙ্গে স্ত্রীর বিভিন্ন সাংসারিক বিষয়ে টানাপড়েন সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে কাজী আসিফ তার স্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

ওই ঘটনায় গত ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে তার স্ত্রী শামীমা আক্তার অর্নি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম আসামি কাজী আসিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।