‘ঘুষখোর’ ধরতে সরকারি অফিসে দুদকের ফাঁদ

দুদক

ঈদ সামনে রেখে যাতে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও অবৈধ অর্ধ লেনদেন না হয় সেজন্য বিভিন্ন সরকারি অফিসে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমনকি দুর্নীতিবাজ ও ঘুষখোর কর্মকর্তাদের ধরতে বিভিন্ন অফিসে ‘ট্র্যাপ কেস’ সাজানোরও পরিকল্পনা করছে দুদক।

রবিবার (২০ মে) বিএসটিআই, প্রধান কার্যালয় এবং অডিট অফিস আকস্মিক পরিদর্শন করে দুদকের পৃথক দুটি এনফোর্সমেন্ট টিম। বৃহস্পতিবার (১৭ মে) থেকে এই অভিযান শুরু হয়। দুদক এনফোর্সমেন্ট অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক কর্মকর্তারা জানান, বিএসটিআই খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে প্রদত্ত লাইসেন্স দিয়ে থাকে। এই লাইসেন্স দেওয়া ও নেওয়ার প্রক্রিয়ার সময় যাতে কোনও দুর্নীতি না ঘটে এবং নির্দেশিত মানের খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করে, সেজন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

অডিট অফিসে ঘুষ, বকশিশ ছাড়াই সব বিল যেন যথাসময়ে পাস হয়, তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।

কর্মকর্তারা দাবি করেন, ঈদকে সামনে রেখে এই সময় অনিয়ম ও দুর্নীতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই দুদক কঠোর অবস্থানে রয়েছে।

এ প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী জানান, কিছু সরকারি অফিস-আদালতে ঈদের আগে ঘুষের প্রবণতা বেড়ে যায়। এসব অনাচার বন্ধ করতে অফিসগুলোকে নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজনে ট্র্যাপ কেসের মাধ্যমে ঘুষ আদান-প্রদান হাতেনাতে ধরা হবে।