পুলিশের বাধায় কেন্দ্র দখলের চেষ্টা ব্যর্থ

জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টাগাজীপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৪ নম্বর কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। কাউন্সিলর প্রার্থী পাঞ্জা আলী লোকজন নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করেন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা

এই কেন্দ্রের ভোটার আব্দুল করিম জানান, সকাল ১১টার দিকে কিছু লোক কেন্দ্র দখলের চেষ্টা করেছিল। একারণে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল।

এ প্রসঙ্গে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আসাদ উজ জামান বলেন, ‘সাময়িক কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ বিশৃঙ্খলাকারীদের সরিয়ে দিয়েছে। এক কাউন্সিলর প্রার্থী উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিলেন।’জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা

ভোটগ্রহণ প্রসঙ্গে আসাদ উজ জামান বলেন, ‘ভোট দিতে আসছেন সবাই। ১২টা পর্যন্ত  ৩২৪৫ ভোটারের মধ্যে প্রায় ১২শ’ জন ভোট দিয়েছেন।’

এ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

উল্লেখ্য, সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ছবি: সাজ্জাদ হোসেন। 

আরও পড়ুন- 

গাজীপুরে ভোটের লড়াই চলছে

জনগণেই আস্থা হাসান ও জাহাঙ্গীরের

গাজীপুর সিটি নির্বাচনে যত নিষেধাজ্ঞা

ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা

গাজীপুরের রাস্তায় যানবাহন কম, নেই যানজট

উৎসবমুখর পরিবেশে গাজীপুরে ভোটগ্রহণ চলছে

কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন

ইসিকে ভোট বন্ধের আহ্বান হাসান সরকারের

কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত, কর্তৃপক্ষের দাবি ব্যালট সংকট