খিলগাঁওয়ে র‍্যাবের চেকপোস্টে হামলা মামলার তদন্ত প্রতিবেদন ২৭ আগস্ট

খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টারাজধানীর খিলগাঁওয়ে র‍্যাবের চেকপোস্টে হামলা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৭ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা কোনও প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই আদেশ দেন।

আদালতে খিলগাঁও থানার সাধারণ নিবন্ধক কর্মকর্তা আশরাফ ইসলাম  (উপ-পরিদর্শক) এই তথ্য জানান।

২০১৭ সালের ১৮ মার্চ ভোরে রাজধানীর খিলগাঁওয়ে র‍্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা চালায় এক মোটরসাইকেল আরোহী। এসময় সেখানে থাকা র‍্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একইসঙ্গে আহত হন র‍্যাবের ২ সদস্য। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে র‍্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক কাজী হাসানুজ্জামান অজ্ঞাত আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা করেন।