কারাগার থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন ফারুক

ফারুক হাসান

কোটা সংস্কার আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানকে কারাগার থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২৩ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবী এই আদেশ দেন। এ বিষয়ে আদালতে শুনানি করেন আইনজীবী জাহিদুর রহমান জাহিদ ও নূর উদ্দীন।

জাহিদুর রহমান আবেদনে বলেন, ‘ফারুক হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষা দেওয়ার অনুমতি চান তিনি। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।’ গত ৪ জুলাই ফারুককে গ্রেফতার করে পুলিশ।