ড. অহিদুজ্জামানকে নোবিপ্রবি’র ভিসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

নোবিপ্রবিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার (৮ আগস্ট) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করে ড. শাহদীন মালিক। অন্যদিকে অধ্যাপক অহিদুজ্জামানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও শেখ আলী আহমেদ খোকন।

এর আগে ২০১৫ সালের ২ জুন নোবিপ্রবি’র ভিসি হিসেবে নিয়োগ পান ড. এম অহিদুজ্জামান। এরপর ২০১৭ সালে তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ওই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আনোয়ারুল বাশার।

রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৭ সালের ৬ জুন হাইকোর্ট রুল জারি করেন। রুলে তার নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত। পরে ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে ভিসির পদে বহাল থাকতে অধ্যাপক অহিদুজ্জামানের সামনে আর কোনও আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী শেখ আলী আহমেদ খোকন।