শাহজালালে ৭৭ হাজার ডলারসহ আটক ১



শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ হাজার ৬০০ ডলারসহ শহীদুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার (১২ আগস্ট) বিকালে কলকাতা থেকে নভো এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্যরা তাকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করেন।

সূত্র জানায়, রবিবার বিকাল সোয়া ৪টার দিকে শহীদুল ইসলাম কলকাতা থেকে ঢাকায় আসেন। ইমিগ্রেশন শেষ করে কাস্টমের গ্রিন চ্যানেল পার হয়ে ক্যানোপিতে গেলে তাকে আটক করে এনএসআই সদস্যরা। তার লাগেজে ৭৭ হাজার ৬০০ ডলার পাওয়া যায়। পরে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত এ ধরনের ঘটনায় মামলা করা হয়। এক্ষেত্রেও তাই হবে।’