শাহজালালে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

উদ্ধার করা স্বর্ণহযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শাখায় একটি কার্টনের মধ্য থেকে ২৫ পিস স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করা ২৫ পিস স্বর্ণের ওজন আড়াই কেজি। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৫ লাখ টাকা।

IMG-cdb3646b38e1803e8a788f8b0cfd39a6-V (1)শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি সিঙ্গাপুর থেকে SQ 446 বিমানে করে স্বর্ণ এসেছে। সেই গোপন তথ্যে সন্দেহজনক জিপার ভর্তি দুটি কাটন শনাক্ত করে একটির ভেতর থেকে ২ কেজি ৫০০ গ্রাম স্বর্ণবার পাওয়া যায়।

তিনি জানান, আটককৃত স্বর্ণের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।