বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হককে আটকের অভিযোগ

মাওলানা মামুনুল হক (ফাইল ছবি)বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে রাজধানীর বছিলা এলাকা থেকে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) র‌্যাব সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মারমুখী আচরণ ও হামলা-মামলা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করা হচ্ছে। এভাবে গ্রেফতারের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি সম্ভব নয়।নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। নির্বাচন কমিশন (ইসি) এখনও সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারেনি। নির্বাচনের দিন যাতে সকল ভোটার  ভোট দিতে পারে সে নিরাপত্তার ব্যবস্থা করা ইসির প্রধান দায়িত্ব। যারা ভোটকেন্দ্রে দায়িত্বরত হিসেবে থাকবে তারা যাতে নিরপেক্ষ দায়িত্ব পালন করে সে বিষয়ে ইসিকে কঠোর হতে হবে। ভোটাররা ভোট না দিতে পারলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে।