পল্টন থানা ছাত্রলীগের সভাপতিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

 

মামলাপুলিশের ওপর হামলা ও পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের অভিযোগে পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান।

তিনি বলেন, তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে আজাদ সেন্টারের বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে টাকা তুলতে যান পল্টন থানা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজন। এ সময় বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেলে তাদেরও আহত করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে পল্টন থানার এস আই রেজাউল করিম জানান, ‘পল্টনের আজাদ প্রডাক্টস ভবনের একটি অফিসে তুহিন নামে এক ব্যক্তির কাছে টাকা চেয়েছিল শেখ নাজমুল হোসাইন মিরন। সে দাবি করেছে তুহিনের কাছে টাকা পায়। এ নিয়ে সেখানে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ১৭ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এখন তারা থানায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।’

আজাদ প্রডাক্টস ভবনে অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তুহিন নামে এক ব্যক্তিকে তারা মারধর করেছে। এ সময় খবর পেয়ে সেখানে পুলিশ যাওয়ার পর তারা পুলিশের ওপরও চড়াও হয়। এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।