মোহাম্মদপুর থেকে ৪ ছিনতাইকারী আটক

আটকরাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে দেশীয় অস্ত্রসহ চার  ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-২। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব ২ এর সিপিসি-২ কমান্ডার শাহাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো, টিটু (২৮),শ্রাবণ (১৮),সাগর (১৮) ও নিজাম (১৮)। তাদের কাছ থেকে চাকু, ব্লেড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে মোহাম্মদপুর খিলজী রোডের শিশুপার্কের প্রধান গেট থেকে এই চারজনকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন বাস স্টপেজে যাত্রীবেশে দাঁড়িয়ে থাকে। এরপর ছিনতাই করে। রাতে পথচারীদেরও ছিনতাই করে থাকে।’