সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা আগামী ২৮ জুন (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন সিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ এপ্রিল সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যত্তিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০ হাজারের অধিক পরীক্ষার্থীর মধ্য থেকে ১৩ হাজার ২৫৮ জন উত্তীর্ণ হন।
এবারের লিখিত পরীক্ষায় ১৩ হাজার ২৫৮ জনের সঙ্গে বিগত বছরের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ আরও প্রায় ৪ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তারপর তাদের মধ্য থেকে উত্তীর্ণরা ভাইভা (মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
মূলত, তিন ধাপের নৈর্ব্যত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে দেশের অধস্তন আদালতগুলোতে প্র্যাকটিস করতে পারেন। একবার নৈর্ব্যত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হলে দুই বার লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিন বার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।
এদিকে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে খাতা পুনর্মূল্যায়নের (রিভিউ) জন্য ১৫৪৫ জনের মধ্যে ৫৭৪ জন পাস করেছেন। পাশাপাশি তৃতীয় পরীক্ষকের কাছে থাকা ৭৯ জনের মধ্যে ৪৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের দ্রুত সময়ের মধ্যে নোটিশ দিয়ে ভাইভা পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে।