বিএনপি নেতা দুলুকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুদকবিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি আর অনিয়মের অভিযোগে মঙ্গলবার (৭ মে) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। 

গত ২৮ এপ্রিল দুদকের সহকারী পরিচালক শফিউল্লাহ দুলুকে তলবি নোটিশ পাঠান। ৫ মে তাকে দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। অন্য একটি মামলার হাজিরার দিন থাকায় সেদিন দুদকে আসতে পারেননি তিনি। 

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি বলেন,  কোনও অভিযোগেরই ভিত্তি নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতেই দুদককে ব্যবহার করছে সরকার।