হলি আর্টিজানে হামলা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২ জুলাই

হলি আর্টিজান রেস্টুরেন্টগুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় পাঁচ পুলিশ সদস্যর সাক্ষ্য নিয়েছেন আদালত। এছাড়া সাক্ষ্য গ্রহণের জন্য ২ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (২৫ জুন ) ঢাকার সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন। আদালতের বেন্সসহকারী রুহুল আমিন এ তথ্য জানান। 

মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন,  আব্দুল আহাদ (এসপি), জসিম উদ্দিন (এসপি), ওবায়দুল হক (এডিসি), মাহাবুব আলম (পরিদর্শক), বিল্লাহ ভূইয়া (উপ-পরিদর্শক)। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মদ সাক্ষীদের জেরা করেন। জেরা শেষে বিচারক পরবর্তী এ দিন ধার্য করেন। 

এ পর্যন্ত ৬০ জনের জবানবন্দি নিয়েছেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী মামলাটি পরিচালনা করেন।

এ মামলায় মোট ২১ আসামির মধ্যে ১৩ জন মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। নিহত ১৩ জনের মধ্যে আটজন বিভিন্ন অভিযানের সময় এবং পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।