ঢাবি ভিসির বাসভবনে হামলায় চার মামলার প্রতিবেদন ১৩ বারেও জমা পড়েনি

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাবি উপাচায়ের বাসভবনে হামলার ঘটনা ঘটেকোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা চার মামলায় ১৩ বারেও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। ফলে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৭ জুলাই) মামলাগুলোর তদন্ত প্রতিবেদ দাখিলের দিন ধার্য ছিল। তবে এ দিন তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করায়, ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী নতুন এ দিন ধার্য করেন।

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় ওই বছরের ১০ এপ্রিল ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অন্য তিনটি মামলা পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে দায়ের করে। তবে মামলাগুলোয় নির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৮ এপ্রিল রাত ১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় ভিসির বাসভবনে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মূল গেট ভেঙে ফেলে। ভাঙচুর চালানোর পাশাপাশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।