সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চেয়েছে দুদক





ড. শামছুল হক ভূঁইয়া (ফাইল ছবি)দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া ও তার স্ত্রী ডা. আনোয়ারা হকের সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২১ কার্যদিবসের মধ্যে এ বিবরণী জমা দিতে হবে তাদের। বুধবার (৭ আগস্ট) নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

 প্রসঙ্গত, শামছুল হক ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্ঘ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে বেশ আগেই। শামছুল হকের মালিকাধীন অ্যাপোলো গ্রুপের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ আছে। এসব অভিযোগ যাচাই করতে গত ১৭ এপ্রিল সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল তাকে। তবে সেদিন হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন তিনি। পরে ৬ মে দুদকে হাজির হন এবং অনিয়ম, দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

উল্লেখ্য, শামছুল হক ভূঁইয়া ২০১৪ সালের নির্বাচনে চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছিলেন।