রাজধানীর নিউমার্কেট, কাটাবন, বাটা সিগন্যাল ও এলিফ্যান্ট রোড– গাউছিয়া মার্কেট সংযোগ সড়কটি দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ।
রবিবার (১৮ মে) বিকালে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের নেতৃত্বে ওই অভিযানে ভাসমান দোকান ও ফুটপাত-সড়ক দখল করে রাখা পণ্যসামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়েছে। সোমবার ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, মূল সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান ও আশপাশের প্রতিষ্ঠানের রাস্তার ওপর ছড়িয়ে‑ছিটিয়ে রাখা মালামালের কারণে দীর্ঘদিন ধরে যানজট ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। বার বার সতর্ক করেও অবৈধ দখল না সরানোয় ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী এদিন অভিযান চালানো হয়।
অভিযানের সড়কে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার শেষে তাদের প্রত্যেককে অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়। ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া কাঠের চৌকি, প্লাস্টিক সামগ্রী ও অন্যান্য দোকানি সরঞ্জাম জব্দ করে তাৎক্ষণিক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে রাস্তার ওপর পড়ে থাকা মালিকবিহীন বিভিন্ন সবজি জব্দ করে আজিমপুর এতিমখানায় পৌঁছে দেয় থানা-পুলিশ।
ডিএমপি আরও জানায়, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এমন অভিযান চলবে, যাতে নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন এবং যানজট সীমিত রাখা যায়।