শতভাগ ফেল করা দুই প্রতিষ্ঠানে পাঠদানের অনুমোদন বাতিলের নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়শতভাগ ফেল করা দুই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমোদন বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান দু’টি হলো—রাজশাহীর পবা উপজেলার বাগসারা বালিকা উচ্চবিদ্যালয় ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এই নির্দেশ দেওয়া হয়। রবিবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আনোয়রুল হক স্বাক্ষরিত আদেশটি সোমবার (৭ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাধারণ আটটি শিক্ষা বোর্ডের অধীন ২০১৯ সালের এসসসি পরীক্ষায় কেউ পাস করেনি এমন চারটি প্রতিষ্ঠানের মধ্যে বরিশাল শিক্ষা কোর্ডের দুটি, রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডের একটি করে প্রতিষ্ঠান ছিল।  এমপিওভুক্ত বরিশাল শিক্ষা বোর্ডের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দু’টির এমপিও স্থগিতের নির্দেশ দেওয়া হয় আগেই। আর গত ১৯ সেপ্টেম্বরের বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় নন-এমপিওভুক্ত দুই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের আলোকে নন-এমপিও দুই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের নির্দেশ দেওয়া হয়।  

উল্লেখ্য, ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান ছিল ১০৭টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীন চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কেউ পাস না করা প্রতিষ্ঠান ১০৩টি।