আবরার হত্যা: অমিত সাহা ও রাফাত কারাগারে

অমিত সাহা ও শামসুল আরেফিন রাফাত (ফাইল ছবি)বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার অমিত সাহা ও শামসুল আরেফিন রাফাত কারাগারে পাঠিয়েছেন আদালত।  রবিবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এই আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিনে,  দ্বিতীয় দফা রিমান্ড শেষে এই দুই আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা (ডিবি পুলিশ পরিদর্শক) ওয়াহিদুজ্জামান। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।

এর আগে, অমিত সাহার গত ১১ অক্টোবর ৫ দিনের ও  ১৭ অক্টোবর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামি  শামসুল আরেফিন রাফাতের গত ৯ অক্টোবর ৫ দিন ও ১৫ অক্টোবর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হল থেকে  আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এর পরদিন চকবাজার থানায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ২০জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার ২০ আসামিকেই গ্রেফতার করা হয়েছে।