পরিবেশ দূষণের দায়ে তিন কারখানাকে ৬৭ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদফতর

পরিবেশ দূষণের দায়ে রাজধানী ঢাকা, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের ৩টি কারখানাকে ৬৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। সোমবার (২০ জানুয়ারি) অধিদফতরে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালিক রুবিনা ফেরদৌসী এ জরিমানা করেন। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারখানাগুলোর মধ্যে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ রেখে কারখানা পরিচালনা করায় ময়মনসিংহের ত্রিশালের আকিজ সিরামিকস লিমিটেডকে ৬৬ লাখ ৪২ হাজার টাকা; পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার অপরাধে ঢাকার লা মেরিডিয়ানকে ৩৪ হাজার টাকা এবং শব্দদূষণের মাধ্যমে কারখানা পরিচালনার অপরাধে সিরাজগঞ্জের মোনা স্টিল কমপ্লেক্সকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।