নতুন করে লেমিনেটেড পোস্টার ছাপানো ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

লেমিনেটেড পোস্টার
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের নতুন করে লেমিনেটেড পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। নতুন করে লেমিনেটেড পোস্টার উৎপাদন, ছাপানো ও প্রদর্শন না করতে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। তবে এখন পর্যন্ত যেসব লেমিনেটেড পোস্টার লাগানো হয়েছে সেগুলো নির্বাচন পর্যন্ত থাকবে। নির্বাচন শেষ হয়ে গেলে তা যথাযথভাবে সরিয়ে নিতে বলা হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

প্রার্থীদের লেমিনেটেড পোস্টারে ছেয়ে গেছে নগরী

এছাড়া আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেছেন। রুলে বলা হয়েছে, নির্বাচনের সময় ও অন্যান্য ক্ষেত্রে প্লাস্টিক আচ্ছাদিত বা লেমিনেটেড পোস্টার উৎপাদন ছাপানো ও প্রদর্শন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, শিল্পসচিব, স্বাস্থ্যসচিব ও দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী মনোজ কুমার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ‌্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে আদালত প্রতিবেদনগুলো আমলে নিয়ে উক্ত আদেশ দেন। 

আরও পড়ুন:

‘হবু’ অভিভাবকদের হাতেই দূষিত নগরী!