শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩ ফেব্রুয়ারি

সামিয়া আফরিন সায়মারাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যা মামলায় তার বড় বোন ফারজানা ইয়াসমিন ও প্রতিবেশী ফরহাদ হোসেনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান সাক্ষ্যগ্রহণ করে। পরে আগামী ৩ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এম এ আব্দুল বারী এ তথ্য জানিয়েছেন।

গত ২ জানুয়ারি আসামি হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই ট্রাইব্যুনাল। গত বছরের ৩০ অক্টোবর একমাত্র আসামি হারুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারি জোনাল টিম আরজুন।

প্রসঙ্গেত,গত বছরের ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবনির্মিত ভবনটির নবম তলার ফাঁকা ফ্ল্যাট থেকে সায়মার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তার বাবা আব্দুস সালাম ৬ জুলাই ওয়ারি থানায় মামলা করেন। পরদিন কুমিল্লা থেকে হারুনকে গ্রেফতার করা হয়।