ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ২৩ ফেব্রুয়ারি

আদালতরাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু সাঈদ এ আদেশ দেন। 

আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ জানা গেছে।  

প্রসঙ্গত, ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। পরে তাকে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে ওই ছাত্রীর জ্ঞান ফেরে। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান এবং ঘটনাটি জানান। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ জানুয়ারি সকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা জাকির হোসেন ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।