স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ফেরা হলো না মেহেদীর

ট্রেনরাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় মেহেদি হাসান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মেহেদি কুড়িল চৌরাস্তা এলাকার ইসলামিক ফিকাহ্ অ্যাকাডেমি বাংলাদেশ এর একজন মোহাদ্দেস।

মেহেদির সহকর্মী ইউসুফ বিন মাসুম বলেন, মেহেদি হাসানের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। তার স্ত্রী শুক্রবার গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে বাস থেকে নেমে মেহদিকে ফোন দেয়। স্ত্রী-সন্তানকে বাসায় আনতে গিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কুড়িল রেলক্রসিংয়ে একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর ২টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে হয়েছে।