বাসায় সাজানো থরে থরে টাকা

111

ক্যাসিনোয় জড়িত দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার পুরান ঢাকার বাড়ি থেকে সোমবার রাতে র‌্যাবের অভিযানে পাঁচটি সিন্দুক উদ্ধার করা হয়েছে। এসময় নগদ অর্থ ও ক্যাসিনোর চিপস উদ্ধারের কথা জানিয়ে পোস্ট দিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, যে কয়টি সিন্দুক রয়েছে সেগুলো কোটি টাকায় ভর্তি। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।

র‌্যাবের তথ্য অনুযায়ী, রাজধানীর পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে এনু ও রূপন ভূঁইয়ার ছয়টি বাসা রয়েছে।

44

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘সরু গলির ওই বাসাটিতে পাঁচটি সিন্দুকভর্তি টাকা, পাঁচ কোটি টাকার এফডিআর বইসহ ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ছোট বাসাটিতে মাত্র একটি চৌকি আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাসায় টাকা রাখা হতো।’

প্রসঙ্গত, এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া এখন কারাগারে। গত বছরের ২৪ সেপ্টেম্বর তাদের বাসায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এরপর সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়। ক্যাসিনো কারবারি এই দুই ভাইকে জানুয়ারি মাসে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ছবি: নাসিরুল ইসলাম।