সাংবাদিক-পুলিশের নিরাপত্তা সরঞ্জাম চেয়ে রিট

হাইকোর্টকরোনা ভাইরাস সংক্রমণের শঙ্কার মধ্যে দায়িত্বরত সাংবাদিক, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ডায়াগনস্টিক সুবিধা, কোয়ারেন্টিন ও চিকিৎসাসেবা বাড়ানোর নির্দেশনাও চাওয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. জেআর খান রবিন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের মহাব্যবস্থাপক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান, পুলিশের আইজি ও আইইডিসিআর এর পরিচালকসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জেআর খান (রবিন) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, করোনা ভাইরাস চীনে প্রথম ধরা পড়লেও বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৬১ দেশ ও আঞ্চলে ছড়িয়ে পড়েছে। যদিও এর উৎপত্তি ও চিকিৎসা এখনও অজানা রয়েছে। তাছাড়া এ ভাইরাস ছোঁয়াছে। তাই ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক জনগোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে প্রায় ৭ হাজার ৪৯৪ জন মানুষ মারা গিয়েছেন। বাংলাদেশেও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এতে আরও বলা হয়, করোনা পরিস্থিতির মধ্যেও সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও চিকিৎসকরা দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য মানুষের মুখোমুখি হচ্ছেন। তাই তাদের ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে করোনায় জরুরি সেবাদানকারীদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ আবশ্যক। কিন্তু এ বিষয়ে ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলে নোটিশ উল্লেখ করা হয়।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু সে নোটিশের কোনও জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়।