লিবিয়ায় মানবপাচার: পল্টন থানার মামলা তদন্তে ডিবি

তদন্তলিবিয়া ট্রাজেডিতে জড়িত ১৬ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মানবপাচার এবং সন্ত্রাসবাদ দমন আইনে করা মামলাটি তদন্ত করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ জুন) রাতে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।

শুক্রবার (৫ জুন) দুপুরে ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পল্টন থানার মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে। আমরা হয়ত আগামীকাল অর্ডার পাবো। ১৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আছে অনেকেই।’

এর আগে একই ঘটনায় রাজধানীর পল্টন থানায় সিআইডি বাদী হয়ে আরেকটি মামলা করে।

প্রসঙ্গত, গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত এবং ১২ জন আহত হন। বাংলাদেশি একটি দালালচক্র ইউরোপ নেওয়ার প্রলোভন দেখিয়ে করোনার মধ্যেই তাদের লিবিয়া পাঠায়। ভূমধ্যসাগর পারি দিয়ে তাদের ইতালি নেওয়া কথা ছিল। কিন্তু, লিবিয়াতে পাচারকারী স্থানীয় একটি চক্র তাদের আটকে মারধর করে মুক্তিপণ দাবি করে। এই নিয়ে মানবপাচারকারীদের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষ হয়। এতে একজন পাচারকারীর মৃত্যু হয়। এরপর ক্ষোভে নির্বিচার গুলি করে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে হত্যা করা হয়।