কাওরান বাজার মোড়ের সেই ছিনতাইকারী গ্রেফতার

104392462_256796055617262_4761954391159962350_nরাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে চুরি ও যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া সেই চোর ও ছিনতাইকারী সোহেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সোয়া ১০টার দিকে তেঁজগাও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, সোহেল একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কাওরান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকতো। আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করতো। তার গ্রামের বাড়ি শরিয়তপুর। সে ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করে আসছিল।

এর আগে ২২ জুন সন্ধ্যায় এই ছিনতাইকারীকে নিয়ে একটি পত্রিকার অনলাইন সংস্করণে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই তৎপর হয় পুলিশ। এছাড়াও ফার্মগেট, কাওরান বাজার ও আশেপাশের এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত মাদকসেবী ও ভাসমান অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।