ভেজাল স্যাভলন বিক্রির দায়ে ব্যবসায়ী কারাগারে

গ্রেফতাররাজধানী কোতয়ালী এলাকায় ভেজাল স্যাভলন বিক্রির অভিযোগে ইকবাল (২৮) নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ওই ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এই দিন কোতয়ালী থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামি ইকবালকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক ইকবালকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (১ জুলাই) রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে ভেজাল স্যাভলন বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানার পুলিশ।