রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

106108039_311928093315742_3340578364816462401_nনিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে রাজধানীতে সাতটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (২ জুলাই) এই অভিযান পরিচালিত হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুম আরেফিন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, করোনা মহামারীর মধ্যে ওষুধসহ চিকিৎসা সরঞ্জামের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতেই এই অভিযান। বাণিজ্য মন্ত্রণালয়াধীন এই প্রতিষ্ঠানটির মহাপরিচালকের নির্দেশনায় ও পরিচালকের (প্রশাসন) তত্ত্বাবধানে সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, মাগফুর রহমান, প্রণব কুমার প্রামানিক এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালিত হয়, ঢাকা মহানগরীর উত্তরা বেগম জহুরা মার্কেট, বিডিআর মার্কেট কাঁচাবাজার, রাজলক্ষ্মী কাঁচাবাজার, উত্তরা-১১ নম্বর সেক্টর কাঁচাবাজার, বনানী কাঁচাবাজার, মহাখালী কাঁচাবাজার এলাকার বিভিন্ন আড়ৎসহ বেশকিছু কাঁচাবাজার ও ফার্মেসিতে। অভিযানে আর কে ডিপার্টমেন্টাল স্টোর, মায়ের দোয়া স্টোর, বিসমিল্লাহ কসমেটিকস, ফ্রেশ বেক, উত্তরা জেনারেল স্টোর, মারিয়া জেনারেল স্টোর, ফ্রেন্ডস কর্নারসহ সাতটি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা স্বরূপ আদায় করা হয়।
এই সময় অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা ওষুধ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ধার্যকৃত ও নির্ধারিত মূল্যে বিক্রয় এবং নিয়মিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।