হাজারীবাগে অস্ত্র ও চার সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেফতার

সহযোগীদের দুজনসহ যুবলীগ নেতা রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবলীগ নেতা এবং তার চার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) রাতে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম আলী মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (৫ জুলাই) রাত সোয়া ১১টায় রায়ের বাজার রূপায়ন গ্রিন সিটির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা অবৈধ অস্ত্র দিয়ে রাজধানীতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতো।

উদ্ধার রিভলবার ও ছয় রাউন্ড গুলিগ্রেফতারকৃতরা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইজাজ বিন আলীম (৩৫), যুবলীগ কর্মী হাসান আসিফ হোসেন (৩৫), মো. শরীফ ইসলাম (৩৫), ইমাম হোসেন প্রতীক ওরফে শুভ (২৪) ও মেহেদী হাসান অনিক (৩৫)।

তাদের কাছ থেকে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি বিদেশি কুড়াল, একটি সুইচ গিয়ার চাকু ও  তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।