রবিবার (২৬ জুলাই) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসএম শুভর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’
এরআগে, রাজধানীর পল্টনের সিপিবি অফিসে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এক নারী। এ ঘটনায় গত ১৬ জুলাই কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আসামিরা হলো, বাদীর স্বামী এস এম আব্দুস সাত্তার ওরফে শুভ (৩৪) এবং তার বন্ধু আরিফুল ইসলাম নাদিম (৩৫)। তারা দুই জনই সিপিবির অঙ্গসংগঠন ক্ষেতমজুর সমিতির সদস্য।
এ ঘটনায় ভুক্তভোগী ক্ষেতমজুর সমিতির কাছেও একটি অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে সংগঠনের দুই নেতাকে এই শাস্তি দেওয়া হয়েছে।