রাজধানীর মিরপুর ১৩ নম্বরে ভাসানটেকের (শ্যামল পল্লী) বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
এর আগে রবিবার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুর্মিটোলা ও মিরপুর ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, ঘটনা জানার ১৫ মিনিটের মধ্যে (রাত ৮টা ১০ মিনিট) প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের উৎস অথবা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়নি। হতাহতের খবরও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
উদ্ধার অভিযানের সময় আশপাশের কয়েকশ বস্তিবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার কারণে বস্তির ভেতরের এলাকা এখনও কিছুটা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।