র্যাব জানায়, সোমবার (২৭ জুলাই) রাতে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান নেতৃত্বে একটি টিম কোতয়ালীর ৯/৪ জিন্দাবাহার এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ২২ বোর বিদেশি পিস্তলসহ হাসনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পিস্তল ছাড়াও ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান র্যাব কে জানায়, সে অবৈধ অস্ত্র দিয়ে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সে দীর্ঘদিন যাবত ডিএমপি ঢাকার কোতয়ালী থানা এলাকায় মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইনে মামলা করেছে র্যাব।