স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।
আজ ৬ জুলাই। ২০২৪ সালের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানা পঞ্চম দিনের মতো রাজধানীসহ বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। এই দিনেই শাহবাগের অবরোধ কর্মসূচি থেকে সারা দেশে আলোচিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।
এর আগে দুপুর ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে মিছিল নিয়ে সংগঠিত হন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হয়ে মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, পলাশী থেকে আজিমপুর হয় আবার নীলক্ষেত থেকে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে রাস্তা আটকে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিকাল সাড়ে ৪টার দিকে তাদের এই অবস্থানের কারণে এ সময় সায়েন্স ল্যাব, মিরপুর সড়ক, মতিঝিলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত ছাড়িয়ে যায় কোটাবিরোধী মিছিল। পরে আন্দোলনকারীরা শাহবাগে রাস্তা আটকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। দাবি পূরণ না হলে তারা আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এই অবরোধ চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।
পরে আন্দোলনের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অবরোধের সমাপ্তি টেনে বলেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের বাধা দেবেন না। বাধা দিলে তা ভালো হবে না। আমাদের চাকরি না থাকলে আপনাদের চাকরিও থাকবে না। আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাই, এই আন্দোলন শুধু আমাদের আন্দোলন না, এই আন্দোলন আপনাদেরও আন্দোলন। আপনাদের সন্তান চাকরি না পেলে আপনাদেরও ভোগান্তি হবে। তাই আমাদের আন্দোলনে আপনারা সহযোগিতা করুন।
পরে তিনি ঘোষণা দেন, আগামীকাল বিকাল ৩টা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হলো। আগামীকাল সারা দেশে প্রতিটি মোড়, প্রতিটি সিগনাল ব্লক করা হবে। সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ব্লক কর্মসূচি পালন করার আহ্বান জানান।