ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক রাজু (৩০) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আরিফ (৩৫)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তারা হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনার শিকার হন।

মোটরসাইকেল চালক আহত আরিফ বাংলা ট্রিবিউনকে জানান, তারা দুই বন্ধু মিলে চিটাগাং রোড থেকে মোটরসাইকেলে করে রাজধানীর আগারগাঁও এলাকার তালতলা যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপরে পিছন থেকে হঠাৎ একটি গাড়ি ধাক্কা দিলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ধাক্কা দেওয়া গাড়িটি পাশ কাটিয়ে চলে গেলেও পিছন থেকে আসা আল বারাকা নামের অপর একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ সার্জেন্ট শেখ ইমরান তাদের সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা জানায় রাজুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজুর লাশ মর্গে রাখা হয়েছে। আহত আরিফকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরিফ আরও জানায়, আগারগাঁওয়ে তার জুতার ব্যবসা রয়েছে। সেখানেই তার বাসা। নিহত রাজুর বাবার নাম বজলু তালুকদার। তার বাড়ি পিরোজপুর জেলার মটবাড়ীয়া উপজেলার গুলসিখালী গ্রামে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, আল-বারাকা পরিবহনের যে যাত্রীবাহী বাসের চাপায় রাজু নিহত হয়েছেন সেই বাসটিকে আটক করা হয়েছে।