রেশমাকে গাড়ি চাপায় হত্যার অভিযোগ: চালক নাঈম কারাগারে

পর্বতারোহী রেশমা নাহার রত্নাপর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে শেরেবাংলা নগর থানার দায়ের করা মামলায় গাড়িচালক নাঈমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২২ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পুলিশের উপপরিদর্শক মোবারক আলী দুই দিনের রিমান্ড শেষে নাঈমকে আদালতে হাজির করেন। একইসঙ্গে তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট নাঈমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৮ আগস্ট সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার পুলিশ চালক নাইমকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সকাল ৯টার দিকে শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি চাপা দেওয়া হয়। পুলিশ সংবাদ পেয়ে রেশমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।