ইউনুছ আলী আকন্দকে আইনজীবী পেশা থেকে ২ সপ্তাহের জন্য অব্যাহতি

হাইকোর্ট

আদালত নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেওয়ায় ড. ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করা থেকে দুই সপ্তাহের জন্য অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ১১ অক্টোবর তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার স্ট্যাটাসটি মুছে দিয়ে অ্যাকাউন্টটি ব্লক করে দিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। 

ইউনুছ আলীর স্ট্যাটাস আদালতের নজরে আনার পর রবিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। স্ট্যাটাসটি আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।  এরপর আপিল বিভাগ শুনানি নিয়ে উপরোক্ত আদেশ দেন।